মাশরাফি ঝড়ে উড়ে গেল কুমিল্লা

ডেস্ক রিপোর্টঃ টানা দ্বিতীয় জয় তুলে নিল রংপুর রাইডার্স। কুমিল্লার দেয়া মাত্র ৬৩ রান তারা করতে নেমে অবশ্যে ক্রিজ গেইলকে হারায় রংপুর। ষষ্ঠ বিপিএলের প্রথম ম্যাচে ব্যর্থ হয়েছেন গেইল। আবু হায়দার রনি বলে উইকেট কিপারে হাতে কট দিয়ে ফিরে যান তিনি। ৫ বলে মাত্র ১ রান করেন তিনি।

তবে এরপর আর কোন উইকেট হারায়নি রংপুর। মাত্র ১২ ওভারে ১ উইকেট হারিয়ে জয় তুলে নেয় রংপুর। রংপুরের ব্যাটসম্যান মেহেদি মারুফ ৩৯ বলে ৩৬। রুশো ২৮ বলে ২০ রান করেন।

এর আগে মঙ্গলবার (৮ই জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি কুমিল্লা। মাত্র ৪ রান করেই ফেরেন তামিম। মাশরাফির বলে ফরহাদ রেজার হাতে তালুবন্ধি হয়ে ফেরেন তিনি। এরপর আবারো কুমিল্লা শিবিরে আঘাত হানেন মাশরাফি। ২ রানে বোপারার হাতে তালুবন্ধি হয়ে ফেরেন ইমরুল।

এরপর লুইসকে ফেরান মাশরাফি। ৮ রানে অপুর হাতে তালুবন্ধি হয়ে ফেরেন লুইস। অন্যদিকে রানের খাতা খুলতে ব্যর্থ হন স্টিভ স্মিথ। মাশরাফির বলে ফরহাদ রেজার হাতে তালুবন্ধি হয়ে ফেরেন তিনি। ৪ ওভার বল করে ১ মেইডেন এবং ১১ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছেন মাশরাফি।

এ আগে শফিউলে বলে ফিরে যান শোয়েব মালিক। কোন রান না করেই ফিরে যান তিনি। এরপর আরিফুলকে ফিরান ফরহাদ রেজা। ৭ বলে মাত্র ২ রান করেন তিন। পরবর্তীতে আবার আগাত হানেন শফিউল। তিনি ফেরান সাইফ উদ্দিনকে। ভালোই শুরু করেছিলেন তিনি। কিন্তু ৫ বলে ৭ রান করেন তিনি।

তবে সবাই যখন এক প্রান্তে যাওয়া আসা করছেন তখন এক প্রান্ত আগলে রাখেন শহিদ আফ্রিদি। কিন্তু তিনিও শেষ পর্যন্ত বেশিক্ষণ টিকতে পারেননি। নাজমুল ইসলাম অপুর বলে ছক্কা হাঁকাতে গিয়ে গেইলে হাতে ধরা পড়েন তিনি। আশা জাগিয়ে ১৮ বলে ২৫ রান করেন তিনি। ১টি ছয় ও ৩ চারের সাহায্যে তিনি এ রান করেন।

এরপর ক্রিজে এসে তেমন সুবিধা করতে পারেননি মেহেদি হাসান। মাত্র ৬ রান করে অপুর বলে ফিরে যান তিনি। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন রনি। আবু হায়দার রনি ১১ বলে ৫ রান করেন। শেষ পর্যন্ত ১৬.১ ওভার শেষে মাত্র ৬৩ রান করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

রংপুর রাইডার্স একাদশ: রাইলি রুশো, ক্রিস গেইল, মেহেদী মারুফ, মোহাম্মদ মিঠুন, রবি বোপারা, নাজমুল ইসলাম, শফিউল ইসলাম, ফরহাদ রেজা, সোহাগ গাজী, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), বেনি হাওয়েল।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: তামিম ইকবাল, এভিন লুইস, ইমরুল কায়েস, স্টিভ স্মিথ (অধিনায়ক), শোয়েব মালিক, এনামুল হক, শহীদ আফ্রিদি, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি, মেহেদী হাসান, মোহাম্মদ শহীদ।

আরো পড়ুন