মনোহরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত, আহত ৩
আকবর হোসেনঃ কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে মনোহরগঞ্জের খিলা এলাকায় অটোরিকশা-কভার্ডভ্যান সংঘর্ষে এক কলেজ ছাত্রসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অনন্ত ৪ জন। তাদেরকে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে মনোহরগঞ্জ উপজেলার খিলা দক্ষিণ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার ইউনিয়নের সাইকচাইল গ্রামের কৃষক সিরাজুল ইসলাম (৭০), উপজেলার সরসপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে রিয়াদ (২০)। আহতরা হলেন- নাঙ্গলকোট উপজেলার আদ্রা ইউনিয়নের বেলঘর গ্রামের জসিম উদ্দিন (৪০), চাটিতলা গ্রামের আব্দুল মালেকের ছেলে মোহাম্মদ হিরণ (৩২) মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের বিনয়ঘর গ্রামের আবুল হোসেনের ছেলে ওমর ফারুক (১৭) ও বাইশগাঁও গ্রামের আব্দুর রশিদের ছেলে স্কুল ছাত্র মোহাম্মদ আলী মিঠু (১৮)।
লাকসাম ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. শাফায়েত উল্লাহ তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, নাথেরপেটুয়া থেকে লাকসামগামী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আশা একটি কভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই কৃষক সিরাজুল ইসলাম ও লাকসাম কলেজের ছাত্র রিয়াদ মারা যান। খবর পেয়ে নিহতদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আশা হয় বলে তিনি জানান।