আড়াই কোটি টাকা ব্যায়ে নির্মিত ব্রাহ্মণপাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের নির্দেশনায় উপজেলা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে সারোদেশের ন্যায় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় প্রায় আড়াই কোটি টাকা ব্যায়ে নির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের কাজ একেবারে শেষ পর্যায়ে আছে।
আগামী এক মাসের মধ্যে নির্মান কাজ সম্পূর্ণ ভাবে সম্পন্ন হবে বলে জানান উপজেলা প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম। তিনি জানান, ২০১৬ সালের ২৬ জুন ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স পাইওনিয়ার কনস্ট্রাকশান কাজ শুরু করেন। ৫ তলা ফাউন্ডেশনের মাধ্যমে ৩ তলা বিল্ডিংয়ের এর কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ৩ ৩লা এ কমপ্লেক্সের ১ম তলায় মার্কেট, ২য় এবং ৩য় তলায় কমিউনিটি সেন্টার (যা ভাড়া দেয়ার ব্যবস্থা থাকবে এবং সে অর্থ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে জমা হবে), মুক্তিযোদ্ধাদের জন্য কার্যালয়, লাইব্রেরী, উপজেলা মুক্তিযোদ্ধাদের জন্য মিউজিয়ামসহ মুক্তিযোদ্ধাদের ডিজিটাল পদ্ধতিতে সেবা প্রদান করার সকল সুযোগ-সুবিধা থাকবে। বর্তমানে ভবনটিতে রংয়ের কাজসহ বিভিন্ন সৌন্দর্য বর্ধনের কাজ চলছে। খুব শিগ্রই বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক আইনমন্ত্রী এডভোকেট আবদুল মতিন খসরু এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে কমপ্লেক্স্রের শুভ উদ্ভোধন করবেন বলে জানান উপজেলা প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম।