কুমিল্লায় মাদকের মামলায় একজনের যাবজ্জীবন
নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় জয়নাল হোসেন নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ডের সাজা দিয়েছে আদালত। রোববার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক ফাতেমা ফেরদৌস এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১০ সালের ৬ এপ্রিল র্যাব ১১ সিপিসি ২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্ত এলাকা নগরপাড় জয়নালের বাড়ি থেকে ৩টি বস্তায় ৩৫০বোতল ফেনসিডিল সহ জয়নাল হোসেনকে আটক করে। পরে তার বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে। মামলার তদন্ত কর্মকর্তা মোঃ শামছুল হক ২৯এপ্রিল ২০১০ মামলার চার্জশীট প্রদান করেন। মামলায় ১১জন স্বাক্ষীর মধ্যে ৭জনের স্বাক্ষী রেকর্ড করা হয়।
আসামী জয়নাল পলাতক থাকায় তার অনুপস্থিতিতে আদালতে মামলার রায় ঘোষনা করেন বিচারক।
মামলায় রাষ্ট্রপক্ষের কৌশলী ছিলেন অতিরিক্ত পিপি দীপক কুমার চৌধুরী।