ব্রাহ্মনপাড়ায় দুই গ্রুপের সংঘর্ষে নারী পুরুষ সহ আহত ৯ জন

আশিকুর রহমানঃ কুমিল্লার ব্রাহ্মনপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের চান্দলা (চরেরপাথর) গ্রামে ১৮ মার্চ দুপুরের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় গ্রুপের ৯ জন আহত হয়।

এলাকাবাসী ও চান্দলা চরেরপাথর গ্রামের আলী আহাম্মদের ছেলে হাসপাতালে চিকিৎসাধীন মামুন (৩০) জানান ১৭ মার্চ চান্দলা চরেরপাথর গ্রামের মনির হোসেনের ছেলে পলাশ ও একই গ্রামের নোয়াব মিয়ার ছেলে মাজহারুল ইসলামের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সামান্য মারধর হয়। এই বিষয়টি ১৮ মার্চ মিমাংশার জন্য উভয় পক্ষ ও এলাকার গন্যমান্য লোকজন উপস্থিত হয় । এই সময় চরের পাথর গ্রামের দেলোয়ার হোসেন গংরা আবারও মামুন গংদের উপর হামলা চালায় তাদের হামলায় গুরুত্বর আহত হয় মামুন গ্রুপের চরের পাথর গ্রামের আলী আহাম্মদের ছেলে মামুন (৩০)তার পিতা আলী আহাম্মদ (৭০) একই গ্রামের মফিজ মিয়ার ছেলে পলাশ (১৫)একই গ্রামের মৃত হোসেনের ছেলে মোঃ জসিম (৩২) তার ভাই মোঃ মোস্তফা (৩৭)অপর গ্রুপের একই গ্রামের নোয়াব মিয়ার ছেলে শফিকুল ইসলাম (৩৪) তার ভাই রফিকুল ইসলাম (৩৪) কুদ্দুছের ছেলে দেলোয়ার হোসেন (৪৪) নোয়ার মিয়ার স্ত্রী মালেকা খাতুন (৫৫) আহতদের এলাকাবাসী উদ্ধার করে ব্রাহ্মনপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বর্তমানে আহতরা ব্রাহ্মনপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

আরো পড়ুন