কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সাতাঁর ও ঘুড়ি উৎসব

নিজস্ব প্রতিবেদকঃ বাঙলা নববর্ষ উপলক্ষে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা আয়োজন করে সাতাঁর প্রতিযোগিতা ও ঘুড়ি উৎসব। বাঙলা নববর্ষ ১৪২৬ কে বরণ করতে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার এ আয়োজন উৎসবে রূপ নেয়।

সকাল ১২ টায় নব নির্মিত বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সুইমিংপুলে অনুষ্ঠিত হয় সাঁতার প্রতিযোগিতা। নান্দনিক ও আন্তর্জাতিক মানের সুইমিংপুলের শুভ সূচনা ও সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম (বিপিএম বার পিপিএম)। ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন, সদস্য খায়রুল আলম সোহাগ, সাংবাদিক ক্রীড়া সংগঠক আবুল হাসনাত বাবুল, সদস্য দেলোয়ার হোসেন জাকির, কুমিল্লা ক্রিকেট উপ-পরিষদের সদস্য সচিব নাসিফ ইউসুফ রেইন। সাতাঁর প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদে হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। বিকাল ৪টায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় গ্রাম বাংলার ঐতিহ্য ঘুড়ি উৎসব। নানান বয়সের মানুষ ঘুড়ি নিয়ে উৎসবে অংশ নেয়। সৌখিন ও কাগজের সাধারণ ঘুড়ি নিয়ে অনেকে অংশ নেয় অনেকে।

দুটি বিভাগে ৬জনকে প্রাইজ ও নগদ অর্থ তুলে দেন ঘুড়ি উৎসবের প্রধান অতিথি কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার। এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম (বিপিএম বার পিপিএম)। ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন, কুমিল্লা ক্রিকেট উপ-পরিষদের আহবায়ক সাইফুল আলম রনি, জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক তাহসিন বাহার সুচনা।

আরো পড়ুন