সাংবাদিক রতন ও বাশারের রোগমুক্তির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বিটিভির কুমিল্লা প্রতিনিধি জাহাঙ্গীর আলম রতন এবং মোহনা টিভির কুমিল্লা প্রতিনিধি এম এ বাশার খানের রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন কুমিল্লার উদ্যোগে কুমিল্লা প্রেসক্লাবে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আমিনুল ইসলাম আকবরী।
দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ্ব ওমর ফারুক, কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মাহবুবর রহমান, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি খায়রুল আহসান মানিক, বাংলাদেশ সংবাদ সংস্থার কুমিল্লা প্রতিনিধি অশোক বড়ুয়া, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি হুমায়ূন কবির রনি, সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সাবেক সভাপতি ওমর ফারুকী তাপস, সাবেক সভাপতি এম ফিরোজ মিয়া, বাংলার আলোড়নের সম্পাদক রফিকুল ইসলাম, যমুনা টিভির কুমিল্লার ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ্, ডাক-প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক এম সাদেক, দৈনিক শিরোনামের ষ্টাফ রিপোর্টার মোতাহার রহমান মাহবুব, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়শনের সহ-সাধারন সম্পাদক আনোয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক বাহার রায়হান, সমাজকল্যান সম্পাদক দেলোয়ার হোসাইন আকাইদ, প্রচার ও ক্রিয়া সম্পাদক তারিকুল ইসলাম শিবলী, কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জাকির, মাইটিভির কুমিল্লা প্রতিনিধি সাইফ উদ্দিন রণি, ফটো সাংবাদিক আশিকুর রহমান সোহেল, এন কে রিপন, সালা্হউদ্দিন সুমন, মনির হোসেন, মুক্তমনা লেখক খায়রুল আলম রায়হান, ক্যাবল টিভির পরিচালক মাহফুজুর রহমান বাবুল।