দেবিদ্বারে বিদ্যালয়ে মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণ
মোঃ ফখরুল ইসলাম সাগরঃ “হাজী আবিদ আলী হিলফুল ফুজুল আদর্শউচ্চ বিদ্যালয় আমার বিদ্যালয়” এই শ্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও পাঠদানের লক্ষে অত্র বিদ্যালয় কর্তৃক আয়োজিত শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীদের নিয়ে এক মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার সকাল ১১টায় ওই বিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
দেবিদ্বার হাজী আবিদ আলী হিলফুল ফুজুল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা’র সভাপতিত্বে ও মাওলানা মোঃ ইব্রাহিম খলিলের সঞ্চালনায় আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবিদ্বার হিলফুল ফুজুল ট্রাষ্টের সাধারন সম্পাদক ও দেবিদ্বার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মু. সাইফুল ইসলাম শহিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রাস্টের কো-অর্ডিনেটর গোলাম মোস্তফা সরকার, অভিভাবক প্রতিনিধি মোঃ জসীম উদ্দিন পাঠান, মোঃ তমিজ উদ্দিন, কেজি শাখার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদাউস আহম্মেদ,অত্র বিদ্যালয়ের শিক্ষিকা মায়া বেগম, মোবারক হোসেন, আঃ লতিফ, এরশাদুল হক, মোঃ কামরুল হাসান, জুয়েল, অবিভাবক- রমিজ উদ্দিন, হাবিবুর রহমান, প্রমূখ। উক্ত আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।