কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সারাদেশে খুন ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন
কুবি প্রতিনিধিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সারাদেশে অব্যাহত খুন ও ধর্ষণের প্রতিবাদে সমকাল সুহৃদ সমাবেশের ব্যানারে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের মূলফটকে মানববন্ধনের আয়োজন করা হয়।
সমকাল সুহৃদ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-আহ্বায়ক মাহাবুবুল আলমের সঞ্চালনায়
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, বর্তমান সমাজে সবচেয়ে বড় সমস্যা মানুসিকতা। সবার আগে আমাদের নিজের মানুসিকতা ঠিক করতে হবে। তারপর সমাজে ধর্ষণের বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘ধর্ষকের শাস্তি চাই ধর্ষিতার নয়’,’ধর্ষকের উল্লাস
ধর্ষিতার কান্না মেনে নেব আর না’ এমন স্লোগান লিখা প্ল্যাকার্ড নিয়ে দেশব্যাপী খুন ও ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন সুহৃদ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক দ্বীন মোহাম্মদ, সদস্য বিল্লাল, তোফাজ্জলসহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।