প্রিয়া সাহার শাস্তির দাবীতে কুমিল্লার নিমসার জুনাব আলী কলেজ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
ডেস্ক রিপোর্টঃ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহার বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়ে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন করেছে নিমসার জুনাব আলী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের নেত্রীবৃন্দ।
রবিবার (২১ জুলাই) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ঘেঁষা কুমিল্লার স্বনামধন্য প্রাচীন বিদ্যাপিঠ বুড়িচংয়ের নিমসার জুনাব আলী বিশ্ববিদ্যালয় কলেজ এর সামনে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন করেন ঐ কলেজের ছাত্রলীগের নেত্রীবৃন্দ ও সাধারণ ছাত্র-ছাত্রী।
নিমসার জুনাব আলী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, জান্নাতুল রিয়াদ জাফর কাউছার এর নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু করে নিমসার বাজার প্রদক্ষিন করে আবার কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। এসময় প্রিয়া সাহার ফাঁসির দাবি করে বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক। এসময় মোকাম ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি নূরুননবী চৌধুরী উপস্থিত ছিলেন।