ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে বেশি প্রয়োজন সচেতনতা-এড.টুটুল

ডেস্ক রিপোর্টঃ কুমিল্লা আদর্শ সদর উপজেলার চেয়ারম্যান এড.আমিনুল ইসলাম টুটুল বলেছেন, ডেঙ্গু বর্তমানে মহামারি আকার ধারন করতে যাচ্ছে। ইতিমধ্যে ডেঙ্গু জরে আক্রান্ত হয়ে একজন সিভিল সার্জনও মারা গেছেন। তাই ডেঙ্গু প্রতিরোধে দল-মত নির্বিশে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সরকার ইতিমধ্যে বিভিন্ন প্রদক্ষেপ গ্রহন করেছে। জনসচেতনতা বৃদ্ধিতে সরকারের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ,এনজিও, সমবায় সমিতিগুলো এগিয়ে আসা উচিত।

২৪ জুলাই কুমিল্লা আদর্শ সদর উপজেলা কর্তৃক উপজেলা মিলনায়তনে আয়োজিত মশক নিধন ও পরিচ্ছনতা সপ্তাহ-২০১৯ উপলক্ষে প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমাদের ডেঙ্গু প্রতিরোধ করতে হলে, বাড়ির আশপাশের জলাশয়, ঝোপঝাড়, জঙ্গল ইত্যাদি থাকলে তা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। ঘরের বাথরুমে বা অন্য কোথাও জমানো পানি যেন ৫ দিনের বেশি না থাকে। আবার ফ্রিজ, এয়ারকন্ডিশনার বা অ্যাকুয়ারিয়ামের নিচেও যেন পানি জমে না থাকে।

যেহেতু এডিস মশা মূলত এমন স্থানে ডিম পাড়ে, যেখানে স্বচ্ছ পানি জমে থাকে। তাই ফুলদানি, অব্যবহৃত কৌটা, ডাবের খোলা, পরিত্যক্ত টায়ার ইত্যাদি থাকলে তা সরিয়ে ফেলতে হবে। দিনের বেলায় ঘুমালে অবশ্যই মশারি টানিয়ে অথবা কয়েল জ্বালিয়ে ঘুমাবেন। এডিস মশা সাধারণত সকালে বা সন্ধ্যায় কামড়ায় যদিও অন্য যে কোনো সময়ও কামড়াতে পারে। প্রয়োজনে মসকুইটো রিপেলেন্ট ব্যবহার করতে হবে ।

প্রস্তুতি সভায় আরো বক্তব্য রাখেন উপজেলার নির্বাহী অফিসার চৌধুরী আশরাফুল করিম, উপজেলার ভাইস চেয়ারম্যান মো.তারিকুর রহমান জুয়েল,উপজেলার প্রকল্প বাস্তবায়ন অফিসার মোস্তফা মাইদুল মোর্শেদ, প্রানী সম্পদ কর্মকর্তা চন্দন কুমার পোদ্দার, মাধ্যমি শিক্ষা অপিসার মো.ইকবাল হাসান ,প্রাথমিক শিক্ষা অফিসার মো. দেলোয়ার হোসেন মজুমদার, জগন্নাথপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ,জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক মো.এনামুল হক এনাম প্রমুখ।

আরো পড়ুন