কনকাৈপত পুলিশের জনসচেতনতামূলক ক্যাম্পেইন
ডেস্ক রির্পোটঃ ছেলেধরা গুজবের বিষয়ে সকলকে সচেতন করতে কনকাৈপত পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্যোগে জনগনকে সর্তক করতে ফাঁড়িস্থ সকল এলাকায় প্রচারণা চালান।জনসচেতনতা মূলক প্রচারণার অংশ হিসেবে, গুণবতী বাজারে সর্বস্তরের জনগনকে নিয়ে একটি ক্যাম্পেইন অনুষ্টিত হয়।এই সময় কনকাৈপত পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ অমর চন্দ্র দাশ উপস্থিত জনতা কে বলেন পদ্মা সেতু নির্মাণের লক্ষ্যে মানুষের মাথা খুব প্রয়োজন এবং মানুষের মাথা কেটে নেওয়া হচ্ছে এবং এটিকে কেন্দ্র করে দেশের উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি বিনষ্ট করাছে, একটি কুচক্রি মহল বিভিন্ন সময়ে বিভ্রান্তিকর গুজব তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে দেশের জনগনের মধ্যে বিভ্রান্তি সৃষ্টিসহ জনমনে আতঙ্ক সৃষ্টি করে আসছে। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। অনেক নিরপরাধ মানুষ হামলা ও আক্রমনের শিকার হচ্ছে।
এসময় জনসাধারণকে তিনি আরো বলেন, আপনারা গুজবে কান দিবেন না। সন্দেহভাজন কোন বিষয় দেখলে আইন নিজের হাতে তুলে নিবেন না আইন নিজের হাতে তুলে নেওয়া ফৌজদারি অপরাদ এটি রাষ্ট্র বিরোধী কাজ।আইন নিজের হাতে তুলে না নিয়ে ফাঁড়ী পুলিশকে অবহিত করুন। বা ৯৯৯ নাম্বারে কল করার অনুরোধ জানিয়েছেন।এই সময় আরো উপস্থিত ছিলেন কনকাৈপত পুলিশ তদন্ত কেন্দ্রের এ.এস.আই মোঃ কামাল হোসেন।