ছাত্রলীগ নেতা আহাদ-মিজান হত্যার বিচার দাবিতে উত্তাল লাকসাম

লাকসাম প্রতিনিধিঃ লাকসাম ন.ফ.স কলেজ ছাত্রলীগ নেতা শহীদ আবদুল আহাদ ও মিজানুর রহমানের ঘাতকদের বিচার দাবীতে উত্তাল হয়ে উঠেছে লাকসাম। হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের আলটিমেটাম দিয়েছে উপজেলা ছাত্রলীগ। গতকাল শনিবার সকালে লাকসাম নওয়াব ফয়েজুন্নেছা সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে উপজেলা ও কলেজ ছাত্রলীগ ওই দুই নেতার হত্যার বিচার দাবীতে দৌলতগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়কে এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে তারা ছাত্রলীগ নেতা আহাদ-মিজানের হত্যাকারীদের দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে শ্লোগান দেয়।

উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ শিহাব খান ও সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি সাইফ খান স্বাধিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন, কলেজ শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক পায়েল কবির, ইউপি ছাত্রলীগ সভাপতি শাহাদাত হোসেন সোহাগ, সহ-সভাপতি ওমর ফারুক পারভেজ, যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তুষার, সালেহ আহমেদ মানিক, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, ইউপি ছাত্রলীগ সাধারণ সম্পাদক সৌরভ, পৌর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি ফারহান ছিদ্দিক হাসিব, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ছোটন, ফখরুল ইসলাম, ছাত্রলীগ নেতা নাজমুল হাছান তানিম প্রমুখ।

উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ শিহাব খান তার বক্তব্যে বলেন, দীর্ঘদিন পরে প্রিয়নেতা তাজুল ইসলাম মহোদয়ের প্রচেষ্টায় আবার মামলাটি শুরু হলো সে জন্য আমরা প্রিয়নেতার কাছে আমরা লাকসাম উপজেলা ছাত্রলীগ কৃতজ্ঞ। মামলাটি শুরু হওয়ায় আমরা অনেক আনন্দিত, আমরা চাই এ মামলার রায়টি দ্রুত হবে, আর আমরা চাই যারা ষড়যন্ত্রের কারণে মূল আসামীর তালিকা থেকে অনেকের নাম বাদ পড়ে গেছে তাদের নাম অন্তর্ভুক্ত করার দাবি জোর জানাচ্ছি।

উল্লেখ্য: ১৯৯৮ সালের ২৮ জুলাই লাকসাম ন.ফ.স কলেজ অডিটরিয়ামে কলেজ ছাত্রলীগের এক সভায় জামায়াত-শিবিরের সন্ত্রাসীদের অতর্কিত হামলায় আহত হন ছাত্রলীগ নেতা আহাদ ও মিজান। পরদিন ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ ঘটনায় ২৫ জন ছাত্রলীগ নেতাকর্মী গুরুতর আহত হয়।

আরো পড়ুন