কাবিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালন

এন.সি জুয়েলঃ বুধবার কুমিল্লার বুড়িচংয়ের মোকাম ইউনিয়ন অন্তর্গত কাবিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সারা দেশের ন্যায় সকাল ১০ ঘটিকা হতে দুপুর ১.০০ ঘটিকা পর্যন্ত মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ-২০১৯ পালন করা হয়। এই উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরে বিদ্যালয় প্রাঙ্গন ছাত্র-ছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা পরিস্কার অভিযান চালান। মশক নিধন আলোচনা সভাটি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফয়জুন্নেসা সীমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জনাব আঃ মতিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী মিডিয়াভুক্ত দৈনিক পত্রিকার নির্বাহী সম্পাদক এন.সি জুয়েল। এই সময় শিক্ষক ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের অন্যান্যদের মধ্যে মশক নিধন সম্পর্কে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোসাঃ রৌশনারা বেগম, নাজমা আক্তার, ছালমাহ আক্তার সহকারী শিক্ষক মোঃ মোহর আলী প্রমুখ।

আরো পড়ুন