জীবন যুদ্ধে ডেঙ্গুর কাছে হেরে গেলেন কুমিল্লার মেহেদী
ডেস্ক রিপোর্টঃ এবার ডেঙ্গু জ্বরে প্রাণ হারালেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান (২৫)। টানা তিন দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে ডেঙ্গুর কাছে হার মানলেন তিনি।
বুধবার (৭ অগাস্ট) দুপুর ২টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন মেহেদী। তিনি কলেজের অর্থনীতি বিভাগের (২০১০-২০১১) মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।
বৃহস্পতিবার (৮ অগাস্ট) কুমিল্লার মুরাদনগরের নিজ গ্রামে মেহেদীর দাফন সম্পন্ন হবে। তিনি কলেজের আবাসিক ছাত্র ছিলেন। আক্কাসুর রহমান আঁখি ছাত্রাবাসের ১০২ নম্বর কক্ষে থাকতেন মেহেদী।
জানা যায়, এক সপ্তাহ ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলেন মেহেদী হাসান। গেল তিন দিন ধরে রাজধানীর ইউনাইটেড হসপিটালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তিও ছিলেন। অবশেষে বুধবার দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়। এর আগে চার দিন বাংলাদেশ মেডিকেলে ভর্তি ছিলেন তিনি। অবস্থার অবনতি হওয়ায় তাকে ইউনাইটেডে ভর্তি করা হয়।
মেহেদীর বন্ধু ইমন আহমেহ দিপু সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শোক প্রকাশ করে লিখেছেন, আর পারলি না বন্ধু গুছিয়ে নিতে, ওপারে ভালো থাকিস, বন্ধু মিস করব, তিতুমীর কলেজের বেস্ট ফ্রেন্ড হিসেবে ভালো থাকিস বন্ধু।
মেহেদীর বন্ধু ওয়াহিদ জানান, জ্বর কমছিল না তার। রক্তের প্লাটিলেটও খুব কম ছিল। অনেক চেষ্টা করেও বন্ধুকে বাঁচাতে পারল না।