বুড়িচংয়ে আধা মন গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার
![](https://dailycomillanews.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
জহিরুল হক বাবুঃ কুমিল্লার বুড়িচং থানা পুলিশ শুক্রবার বিকেলে বুড়িচং উপজেলার উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
বুড়িচং থানার অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই শহীদুল্লাহ ওয়াহিদ উল্লাহ এ এস আই মহসিন আলম কুমিল্লা-মিরপুর সড়কের বুড়িচং উপজেলার উত্তরপাড়া কাপ্তান পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ সিরাজুল হক, সে মুরাদনগর উপজেলা সদরের পশু হাসপাতাল সংলগ্ন এলাকার মৃত রেহান উদ্দিন এর ছেলে আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা দায়ের পূর্বক কুমিল্লা আদালতে প্রেরণ করেছে।