বুড়িচংয়ে আদালতের নির্দেশ অমান্য করে রাতের আধারে দোকান নির্মানের অভিযোগ

মোঃ জহিরুল হক বাবুঃ কুমিল্লার বুড়িচং উপজেলা সদর বাজারে আদালতের নির্দেশ অমান্য করে রাতের আধারে অবৈধ ভাবে দোকান ঘরের নির্মান কাজ করার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে বুড়িচং থানা পুলিশের নিকট একটি অভিযোগ দিয়েছে ভূক্তভোগীরা।

জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের জগতপুর গ্রামের মৃত মহসীন মোল্লার ছেলে মোঃ শরীফ গংদের সাথে মৃত ডাঃ আবুল বাসার এর ছেলে মোঃ স্বপন, মোঃ রিপন ও মোঃ ছোটন এর সহিদ বুড়িচং বাজারে দোকান ঘর নিয়ে পূর্ব বিরোধ চলে আসছিলো। এ বিষয়ে আদালতে বেশ কয়েকটি মামলা চলমান আছে। সর্বশেষ গত বছরের ২৩ ডিসেম্বর মহামান্য সুপ্রিম কোর্ট একটি স্থগিতাদেশ প্রদান করেন। উক্ত আদেশের মোতাবেক ভূমিতে সকল প্রকার নির্মান কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। সম্প্রতি সময়ে মোঃ স্বপন তাঁর লোকবল নিয়ে উক্ত ভূমিতে দোকান নির্মানের পায়তারা করে আসছিলো। গত শুক্রবার মধ্য রাতে স্বপন, রিপন ও ছোটন একদশ সন্ত্রাসী দিয়ে আদালতের নির্দেশ অমান্য করে উক্ত দোকান ঘরে সাটার লাগাতে থাকে। খবর পেয়ে প্রতিপক্ষ মোঃ শরীফ তাঁদের লোকজন নিয়ে এসে সাটার লাগাতে বাঁধা প্রদান করে। এসময় স্বপনের সাথে থাকা সন্ত্রাসীদল শরীফদের হুমকী ধমকী দিয়ে পাঠিয়ে দেয়। এ বিষয়ে শনিবার রাতে মোঃ শরীফ বুড়িচং থানায় একটি অভিযোগ দায়ের করেন।

আরো পড়ুন