মনোহরগঞ্জে ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন
আকবর হোসেনঃ কুমিল্লার মনোহরগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন হাসনাবাদ ইউনিয়ন পরিষদের সদস্যগণ। গতকাল সকালে হাসনাবাদ ইউনিয়ন পরিষদ কার্য্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ইউপি সদস্যগণ বলেন, চেয়ারম্যান কামাল হোসেন দায়িত্ব গ্রহণের পর থেকে স্থানীয় কুচক্রি মহল তার বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার ও ষড়যন্ত্র চালিয়ে আসছে। ষড়যন্ত্রের মূল হোতারা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকে বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাতের মিথ্যা ও বানোয়াট অভিযোগ করেই ক্ষান্ত হয়নি; সম্প্রতি তারা বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে বলেও তারা অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বলেন, যারা মদ, জুয়া, মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত, সালিশী বৈঠকের নামে সাধারণ মানুষের উপর অবিচার, জুলুম, নির্যাতন করে, অবৈধ ভাবে খাস জায়গা দখলের চেষ্টা করে, বিদ্যুতের নাম ভাঙিয়ে জনসাধারণের কাছ থেকে অর্থ হাসিলের চেষ্টা করে, তিনি তাদের বিরুদ্ধে সোচ্চার বিধায় এসব অপকর্মে জড়িতরা তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে। জনসাধারণকে ষড়যন্ত্রকারীদের অপপ্রচারে কর্ণপাত না করার আহবান জানান তিনি।
ইউপি সদস্য দ্বীন ইসলামের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউপি চেয়ারম্যান কামাল হোসেন। বক্তব্য রাখেন, ইউপি সদস্য শাহ আলম, মোখলেছুর রহমান, আলমগীর হোসেন, সাইফুল ইসলাম, মনিরুজ্জামান, কাজী মজিবুল হক, ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক হাজী নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মাষ্টার শাহজাহান, মাষ্টার মোবারক উল্লাহ, সদস্য দেলোয়ার হোসেন প্রমুখ।
সংবাদ সম্মেলনে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা ইফসুফ জামান, মহরম আলী, ইউপি সদস্য বকুল বেগম, জমিলা বেগম, মনোয়ারা বেগম, যুবলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ছিদ্দিকুর রহমান, ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম স্বপন সহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত উপস্থিত ছিলেন।