তিতাসে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে আলোচনা সভা
মোঃ জুয়েল রানাঃ কুমিল্লা তিতাসে মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস, ও ইভটিজিং প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) সকল ১১ঘটিকায় উপজেলার ৩নং বলরামপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার। উক্ত আলোচনা সভায় কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ও ৩নং বলরামপুর ইউপি চেয়ারম্যান মোঃ নুর নবীর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছাম্মৎ রাশেদা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তিতাস থানার অফিসার ইনচার্জ সৈয়দ আহসানুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শওকত আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, কালাইগোবিন্দ পুর ড.শেখ বদিউজ্জামান এতিমখানা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ফজলুর রহমান সিকদার, গাজীপুর খান মডেল সরকারি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আঃ বাতেন, জগতপুর ইউপি চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, সাতানী ইউপি চেয়ারম্যান শামসুল হক সরকার প্রমূখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, গাজীপুর আজিজিয়া সিনিয়র মাদ্রাসার সুপার আঃ রব, কালাইগোবিন্দ পুর মাদ্রাসার সুপার সেলিম ফখরুল, গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল হক সরকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ বলরামপুর ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ।
সভায় বক্তারা বলেন, মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং একটি সামাজিক ব্যাধি। একটু সচেতন হলেই এগুলো প্রতিরোধ করা সম্ভব। এক সঙ্গে সবাইকে জেগে উঠতে হবে। কেউ শিক্ষার্থীদের ইভটিজিং করলে এক সঙ্গে প্রতিরোধ করতে হবে।
আলোচনা সভা শেষে এল.জি.এস.পি-৩ ও বি.পি.জি (২০১৮-১৯) অর্থ বছরে অর্থয়নে অত্র ইউনিয়নের দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।