কুবিতে মার্কেটিং বিভাগের নবীণ বরণ অনুষ্ঠিত
কুবি প্রতিনিধিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মার্কেটিং বিভাগের সহযোগী সংগঠন ‘ক্যাফে মার্কেটিং’এর আয়োজনে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীণ বরণ ও সাংস্কৃৃতি সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩ টায় বিজনেস স্টাডিজ অনুষদের ৫০১ নং কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মার্কেটিং বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী নাহিদা ও ইমাম হোসাইনের যৌথ সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের ছাত্র-উপদেষ্টা ও সহযোগী অধ্যাপক ড.মোহাম্মদ সোলায়মান,মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান,মোঃআওলাদ হোসেন, প্রভাষক মাহফুজুর রহমান, সাবিকুন নাহার বিপাশা, মাশিয়াত যাহিনসহ বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিক ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থীবৃন্দ।