কুমিল্লা চৌদ্দগ্রামে অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ অভিযান
ডেইলিকুমিল্লানিউজ ডেস্কঃ কুমিল্লা বাখরাবাদের গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির (বিজিডিসিএল)উদ্যোগে অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার সকালে কুমিল্লা চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়নে এ অভিযান চলে। অভিযানে ১০ কিঃমিঃ অবৈধ লাইন কেটে ফেলা হয়। যার অধীনে ২ হাজার গ্রাহক ছিল। অভিযানে চিওড়ার কান্দিরপাড় সাতবাড়িয়া, নোয়াগাঁও গ্রাম থেকে লাইগুলো উচ্ছেদ করা হয়। এসময় চৌদ্দগ্রাম উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপন চন্দ্র দেবনাথের নেতৃত্বে পরিচালিত অভিযানে পুলিশ, র্যাব, আনসার ও কোম্পানির উর্ধ¦তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। কোম্পানির ডিজিএম (ভিজিলেন্স) প্রকৌশলী মোঃ রবিউল হক জানান, কুমিল্লায় তিন শতাধিক কিলোমিটার অবৈধ গ্যাস লাইন রয়েছে, যার ২০ হাজার গ্রাহক । এতে সরকারের প্রতিমাসে ১০ কোটি টাকার গ্যাস চুরি হচ্ছিল। তিনি আরো জানান,তিনশ কিলোমিটারের মধ্যে এ পর্যন্ত ৫০ কিলোমিটার উচ্ছেদ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।