এপে. এনামুল হক মিলন এপেক্স বাংলাদেশ এর এনআইআরডি নির্বাচিত

উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে গতকাল খুলনা নৌ-বাহিনী মিলনায়তনে অনুষ্ঠিত হলো এপেক্স বাংলাদেশ এর দু’ দিন ব্যাপী ৪৪তম জাতীয় সম্মেলন “খুলনাএপেক্স”। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আব্দুল মুকিম সরকার ।

উক্ত সম্মেলনে ২০২০ সালের জন্য এপেক্স বাংলাদেশ এর জাতীয় কমিটি’র নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে এপেক্স বাংলাদেশ এর ন্যাশনাল ইন্টারন্যাশনাল রিলেশন ডিরেক্টর (এনআইআরডি) হিসেবে নির্বাচিত হন এপেক্স ক্লাব অব কুমিল্লা সিটি’র অতীত সভাপতি ও জেলা -৮ এর অতীত গভর্নর, এপেক্স বাংলাদেশ এর অতীত এনএডি এপে. এনামুল হক মিলন।

এপেক্স বাংলাদেশ এর এনআইআরডি নির্বাচিত হওয়ায় এপে. মিলন’কে জাতীয় নেতৃবৃন্দ, লাইফ গভর্নরস, অতীত জাতীয় সভাপতিগণ, এপেক্স ইন্ডিয়া, এপেক্স ফিলিপাইন , এপেক্স মালয়েশিয়া, এপেক্স অস্ট্রেলিয়া সহ বাংলাদেশের বিভিন্ন ক্লাব অভিনন্দন জানান ।

আরো পড়ুন