টাইগারদের বিশ্বজয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আনন্দ মিছিল
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট ফাইনালে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ায় আনন্দ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে শুরু হয়ে আনন্দ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মূল ফটকে এসে শেষ হয়। শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদের নেতৃত্বে শুরু হওয়া আনন্দ মিছিলে শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা ‘মুজিববর্ষের প্রথম উপহার, বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন’ এমন শ্লোগান দিতে থাকেন।
উল্লেখ্য, গত রোববার (০৯ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট ফাইনালে ভারতকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।