মর্ডাণ হাই স্কুলে ফিউচার লিডার ২০১৭ এর পরীক্ষা অনুষ্ঠিত

দিদারুল ইসলামঃ ফিউচার লিডার ২০১৭ এর পরীক্ষা ২০ অক্টোবর ,শুক্রবার কুমিল্লা মর্ডাণ হাই স্কুলে অনুষ্ঠিত হয়। এতে কুমিল্লার ১৭ টি স্কুলের ৫৩০ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে। সকাল ১০ টায় পরীক্ষা শুরু হয়ে ১১ টায় শেষ হয়। প্রতিটি শিক্ষার্থীকে ১০০ টি নৈব্যত্তিক প্রশ্নের উত্তর দিতে হয়। ফিউচার লিডার স্কলারশীপের ২০১৭ চেয়ারম্যান বদরুল হুদা জেনু বলেন, এই ধরনের প্রতিযোগিতা ছাত্র-ছাত্রীদের মেধা যাচাইয়ের সুযোগ। নিরন্তন চর্চার মাধ্যমে জ্ঞান বিকশিত করার জন্য এমন প্রতিযোগিতা আরও দরকার। প্রতিযোগিতার আয়োজক ইকরামুল হাসান ইথার বলেন প্রতিটি স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী কৃতজ্ঞতা জানাই। ২১ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় আপনার সন্তানকে আরও মেধাবী হিসেবে গড়ে তুলার জন্য বিভিন্ন মেধা যাচাই প্রতিযোগিতায় অংশ নিলে শিক্ষার্থীদের মেধা বৃদ্ধি পাবে। নবাব ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সানজানা সাইফ ইরা বলেন বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের সাথে প্রতিযোগীদের সাথে পরীক্ষা দিয়েছি এতে আমি আনন্দিত আশা করি ভাল ফলাফল করবো। পুলিশ লাইন স্কুল থেকে আসা শিক্ষার্থী মো : ইব্রাহিম খলিল বলেন আসা করি ভাল ফলাফল করবো। এই প্রতিযোগিতায় এসে অনেক মেধাবী শিক্ষার্থীদের সাথে পরিচয় হয়েছে। আগামী ১ ডিসেম্বর ২০১৭ তারিখে বিকাল ৩ টায় নজরুল ইন্সটিটিউটে পুরস্কার বিতরন হবে। প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ১০০ জনকে ১ লক্ষ টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হবে।

 

আরো পড়ুন