কুমিল্লায় পাহাড়ী ঢলে থমকে গেছে জনজীবন
মোহাম্মদ আলী আব্বাসঃ কুমিল্লায় পাহাড়ী ঢলে জনজীবনে বিপর্যয় নেমে এসেছে। শনিবার দিনভর বৃষ্টির পর অচলাবস্থা সৃষ্টি হয়েছে নগরীর নিচু এলাকায়। কোটবাড়িতে ভারীবর্ষণে পাহাড়ী ঢল নেমে বাসা বাড়িতে জলাবদ্ধতা সৃষ্টি করেছে। কোটবাড়ি, গন্ধামতি, চাঙ্গীনী, সালমানপুর এলাকায় প্রবল বেগে পাহাড়ী ঢল নামে সকাল থেকে।
রাস্তায় হাটুজল ভেঙ্গে মানুষকে যাতায়াত করতে হচ্ছে। শিক্ষা ও পর্যটন নগরীর প্রতিটি সড়ক দিয়েই প্রবল বেগে নামে লালমাই পাহাড়ের পানি। এদিকে বৃষ্টি ও বৈরি আবহাওয়ায় বিপাকে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। দোকান খুলে বসে থাকলেও ভাল বেচাকেনা না থাকায় তারা কাটাচ্ছেন অবসর। রাস্তায় মানুষ ও যানবাহন সংখ্যাও ছিল যথেষ্ট কম। কৃষকরা বলছেন নিচু জমিতে পাহাড়ি পানি এসে ফসলের ক্ষতি করছে। এর ফলে দাম বাড়বে সবজি তরিতরকারির। কার্তিক মাসের এই বৃষ্টির পরই হিমেল হাওয়া শীত নামাতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।