বুড়িচংয়ে বিভিন্ন গ্রাম থেকে ২১ টি নমুনা পরীক্ষার ফলাফলে একজনের পজেটিভ এসেছে
কুমিল্লার বুড়িচং উপজেলার বিভিন্ন গ্রাম থেকে গত শনিবার ২১টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। সোমবার পরীক্ষার ফলাফল এসেছে। এতে বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের পাচকিত্তা গ্রামের মৃত আলী আশ্রাফের ছেলে নিমসার বাজারের ওয়ার্কশপ ব্যবসায়ী মোঃ আব্দুর রব (৩৫) এর পজেটিভ এসেছে।
সোমবার দুপুরে বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মীর হোসেন মিঠু, বুড়িচং থানা দেবপুর পুলিশ ফাঁড়ির এস আই নন্দন চন্দ্র সরকার সঙ্গীয় ফোর্স সহ ওই ব্যবসায়ীর আব্দুর রবের পাচকিত্তা গ্রামের বাড়িটি লকডাউন করে দেন।