কোহলিকে নিজেদের দলে খেলাতে চায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স
ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়মানুযায়ী দেশের বাইরের কোনো টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেটাররা খেলতে পারেন না। তবে সম্প্রতি অনেক ক্রিকেটারই এই নিয়ম পরিবর্তনের দাবি জানিয়েছেন। ভারতীয় ক্রিকেটাররা দেশের বাইরের টুর্নামেন্টে খেলার অনুমতি পেলে বিপিএলে বিরাট কোহলিকে নিজেদের দলে খেলাতে চায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
সম্প্রতি কোহলিকে নিজেদের দলে খেলানোর ব্যাপারে আগ্রহের কথা জানিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্বত্বাধিকারী নাফিসা কামাল। ফেসবুকে লাইভ আড্ডায় তিনি নিজের ইচ্ছার কথা জানান।
নাফিসা বলেন, ‘বিশ্বজুড়েই আইপিএল সমাদৃত একটি আসর। এর মডেলটাও কিন্তু যথেষ্ট সফল। ক্রিকেটারদের পেছনে তারা অনেক অর্থ ব্যয় করে। ভারতীয় ক্রিকেটারদের দলে পাওয়াটা অবশ্যই দারুণ। সেটা আমাদের ক্রিকেটে কাজে লাগবে। কারণ ওদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে।’
কোহলিকে খেলানোর ব্যাপারে তিনি বলেন, ‘আমি তো আমার দলের ক্রিকেটারদের সঙ্গে মজা করেই বলি, যদি আমার সুযোগ হয় তবে পুরো দলের বাজেট দিয়ে হলেও আমি বিরাট কোহলিকে দলে নেব। বাংলাদেশের ক্রিকেটের বাইরে আমার পুরো মনোযোগের শুরু এবং শেষ একটাই, বিরাট কোহলি। সবকিছু মিলিয়ে সে একজন আদর্শ ক্রিকেটার।’