বরুড়ার সেই চা বিক্রেতার স্কুলে শতভাগ পাশ
এ বছর মাধ্যমিক পরীক্ষায় শতভাগ পাশ করেছে কুমিল্লা জেলার বরুড়ার নলুয়া চাঁদপুর উচ্চ বিদ্যালয়। তাদের মধ্যে তিনজন জিপিএ-৫ পেয়েছে।
সূত্র জানায়, স্থানীয় চা বিক্রেতা আবদুল খালেক ১৯৯৭ সালে এ স্কুলটি প্রতিষ্ঠা করেন। ২০১৯ সালে বিদ্যালয়টি এমপিও ভুক্তির তালিকায় আসে। এর পরই দেশজুড়ে আলোচিত হয় স্কুলটি। গ্রামের স্কুল হয়েও প্রতিবছর বোর্ড পরীক্ষায় শীর্ষে থাকে স্কুলটি।
২০১৭ সালে ৯৮ শতাংশ, ২০১৮ সালে শতভাগ, ২০১৯ সালে ৯৮ শতাংশ ও চলতি বছর শতভাগ শিক্ষার্থী এ স্কুল মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, ২০২০ সালে ৪৬ জন ছাত্র-ছাত্রী মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে তিনজন এ প্লাস পেয়েছে। সবাই পাশ করেছে। তবে আমাদের আশানুরূপ হয়নি কারণ আরও ৫ জন শিক্ষার্থী সামান্য কিছু নাম্বারের জন্য জিপিএ-৫ অর্জন করতে পারেনি। তার পরেও আলহামদুলিল্লাহ। সামনের বছর গুলোতে আমরা আরও ভালো ফলাফল হবে, আশারাখি।
প্রসঙ্গত, নলুয়া চাঁদপুর গ্রামের বাসিন্দা আবদুল খালেক চা বিক্রেতার টাকা দিয়ে ৫২ শতক জায়গার উপর ১৯৯৭ সালে এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ২০১৯ সালে বিদ্যালয়টি এমপিও ভুক্তির তালিকায় আসে।