বুড়িচংয়ে করোনা ভাইরাস সংক্রমণে নতুন আক্রান্ত ৯জন

কুমিল্লায় সহ বিভিন্ন উপজেলায় হুহু করে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। জেলার বুুড়িচং উপজেলার বিভিন্ন গ্রামে শুক্রবার আরো ৯জন করােনা আক্রান্ত রোগীকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে বুুড়িচং সদর ইউপির জগতপুর গ্রামের দেলোয়ার হোসেন, নাইম হাসান, বাকশীমূল গ্রামের শরিফুল ইসলাম, রারেশ্বর গ্রামের ওসমান গনি, শিবরামপুর গ্রামের ফারুক আহমেদ, ময়নামতি ইউপির ঘোষনগর গ্রামের গােলাম মোস্তফা এবং আবু কাউসার। বাকি ২ জন চাকুরীজীবি জামাল হোসেন ও গােলাম ফারুক।

তাদের শরীরে করােনা ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাঃ মীর হোসেন মিঠু। করােনা ভাইরাসে আক্রান্ত সনাক্ত ব্যক্তিদের জরুরি ঔষুধের পাশাপাশি বিভিন্ন সচেতনমূলক দিক নির্দেশনা প্রদান করা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পক্ষ থেকে । এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুন হাসান সার্বক্ষণিক আক্রান্তদের খোঁজ খবর নিচ্ছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে থাকতে দিক নির্দেশনা দেয়া হচ্ছে।

আরো পড়ুন