বুড়িচংয়ে পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
কুমিল্লার বুড়িচং থানা পুলিশ গত মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাজাপুর ইউনিয়ন এর পাচওরা এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
বুড়িচং থানার ওসি মোঃ মোজাম্মেল হক পিপিএম জানান মঙ্গলবার সন্ধ্যা ৭ টাঢ বুড়িচং থানার এস আই সুজয় কুমার মজুমদারের নেতৃত্বে এ এস আই অহিদুর রহমান, এ এস আই মোঃ মেজবাহ আহমেদ, এ এস আই সুমন চাকমা সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্তবর্তী রাজাপুর ইউনিয়ন এর পাচওরা এলাকায় অভিযান চালায়। এসময় ভারতীয় সীমান্তবর্তী হতে সিএনজি যোগে কুমিল্লা য়াওয়ার পথে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার করে। সিএনজি থেকে দুই জন নেমে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে আটক করে।
আটককৃতরা হল উপজেলার রাজাপুর ইউনিয়ন এর শংকুচাইল গ্রামের মমতাজ আলীর ছেলে মোঃ তারেক খান(২১)অপর জন একই ইউনিয়ন এর উত্তর গ্রামের মৃত শামীম হোসেনের ছেলে আল আমিন (২২)। আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বুড়িচং থানা পুলিশ বাদি হয়ে মাদক আইনে পৃথক দুটি মাদক দায়ের করা হয়। বুধবার সকালে আটক মাদক ব্যবসায়ীদের কে বুড়িচং থানা পুলিশ কুমিল্লা কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরন করে।