বাংলাদেশের সবচেয়ে বড় লিও ক্লাবের কমিটি গঠন
বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাবের যুব সংগঠন লিও ক্লাব অব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। যেটি স্পন্সর করেছে বাংলাদেশের লায়ন্স অঙ্গনের সেবামূলক কাজে সবার সেরা “লায়ন্স ক্লাব অব ঢাকা কিংস” জেলা ৩১৫এ১, বাংলাদেশ।
মঙ্গলবার (২৩শে জুন) লায়ন্স ক্লাব অব ঢাকা কিংস এর সম্মানিত প্রেসিডেন্ট; লায়ন মোঃ কামাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে লায়ন আজহার মাহমুদ পিএমজিএফ কে লিও ক্লাব উপদেষ্টা করে ২০২০-২০২১ বর্ষের জন্যে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়েছে।
নতুন কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন চার্টার সভাপতি লিও জাহিদুল ইসলাম, সহ-সভাপতিবৃন্দ লিও মোঃ রুবেল, লিও প্রনব চক্রবর্ত্তী ও লিও গোলাম কিবরিয়া; চার্টার সেক্রেটারি সাকিব আহমদ ধ্রুব, জয়েন্ট সেক্রেটারি (এডমিন) লিও রাহাদুল ইসলাম রাহাদ, জয়েন্ট সেক্রেটারি (প্রজেক্ট) লিও শিপন হোসাইন, চার্টার ট্রেজারার লিও জনি পাল, জয়েন্ট ট্রেজারার (এডমিন) লিও মোঃ খলিলুর রহমান,জয়েন্ট ট্রেজারার (প্রজেক্ট) লিও নুরুল ইসলাম, চেয়ারপারসন : ( প্রজেক্ট ও ফান্ড রাইজিং) লিও এস এম ইসলাম ফয়সাল, চেয়ারপার্সন : ( ইউনিভারসিটির অন্যান্য ক্লাব লিয়াজো) লিও মোঃ সাইফুল মিয়া, চেয়ারপারসন : ব্রান্ডিং এন্ড প্রমোশন লিও কাওসার হোসাইন, চেয়ারপারসন( LCI লিয়াজো) লিও মোঃ সায়েম মুহায়িম, টেইল টুইস্টার লিও প্রবীর দাস, টেমার লিও মোঃ সাফায়েত রহমান, ক্লাব ট্রেইনার লিও নিয়াজ আল মাসুম, ডিরেক্টর : ইনফরমেশন এন্ড টেকনোলোজি লিও মেহেনিগার আলম, ডিরেক্টর : ওমেন লিডারশিপ ডেভেলপমেন্ট লিও মুক্তা আক্তার, ডিরেক্টর : ট্রেনিং এন্ড ওয়ার্কশপ লিও সাদিয়া আফরিন, ডিরেক্টর : গেমস এন্ড স্পোর্টস লিও শেখ মারিয়াম (মারিয়া), কো-অরডিনেটর :(মেম্বারশিপ ডেভেলপমেন্ট) লিও মোঃ তরিকুল ইসলাম মঈন, কো-অরডিনেটর : ইন্টারন্যাশনাল রিলেশনশিপ লিও মাসুম বিল্লাহ, কো-অরডিনেটর : মিডিয়া এন্ড পাব্লিক রিলেশনশিপ লিও মুরাদুল মুস্তাকিম এবং কো-অরডিনেটর : ইভেন্ট এন্ড প্রোগ্রাম ডেকোরেশন লিও নাজমুল ইসলাম বায়েজিদ।
নিয়ম অনুযায়ী প্রত্যেক লিও ক্লাবের একটি থিম থাকে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় লিও ক্লাবের থিম ঘোষণা করা হয়েছে “ডেভেলপিং লিডারস ফর এ চেঞ্জিং ওয়ার্ল্ড”।
উল্লেখ্য,প্রতিনিয়ত পরিবর্তনশীল এই পৃথিবীতে সঠিক নেতৃত্ব তৈরীর মূল লক্ষ্য নিয়ে লিও ক্লাব অব কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।