করোনা মুক্ত হলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়ার ইউএনও ফৌজিয়া সিদ্দিকা
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার ইউএনও ফৌজিয়া সিদ্দিকার দ্বিতীয়বার দেওয়া নমুনার ফলাফলে ‘করোনা’ নেগেটিভ এসেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মোঃ মহিউদ্দিন মুবিন ১৭ আগষ্ট সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া সিদ্দিকা গত ৩০ জুলাই শারীরিক অসুস্থ্যতা অনুভব করলে করোনার নমুনা দেন। পরে গত ৩ আগষ্ট সোমবার সকালে জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায় ইউএনও ফৌজিয়া সিদ্দিকা করোনাভাইরাসে আক্রান্ত। পরে তিনি স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী তার পরিবার থেকে আলাদা হয়ে আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন।
পরবর্তীতে তাঁর শারীরিক অবস্থা উন্নত মনে হলে তিনি আবারও গত ১৫ আগষ্ট শনিবার দ্বিতীয় বারের মতো করোনার নমুনা দেন। দ্বিতীয়বার দেওয়া নমুনা পরিক্ষায় গতকাল ১৭ আগষ্ট সোমবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ইউএনও ফৌজিয়া সিদ্দিকার করোনা টেস্ট নেগেটিভ এসেছে।