ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যান হিসেবে সুজনের দায়িত্ব গ্রহন
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের গত ১৫ সেপ্টেম্বর মৃত্যু বরণ করায় উপজেলা পরিষদের কার্যক্রম বাস্তবায়ন করার লক্ষে উপজেলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১ আমিনুল ইসলাম সুজন’কে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ভার প্রদান করা হয়েছে। গতকাল ২৭ সেপ্টেম্বর রবিবার সকালে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে এক মতবিনিময় সভায় মধ্য দিয়ে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব ভার গ্রহন করেন সুজন। এসময়, সদ্য প্রয়াত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু তাহেরের অত্মার মাগফেরাত কামনা করে এক দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ মাহবুবুল হাসান, শিক্ষা অফিসার সেলিম মুন্সি, শিদলাই ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন মোহাম্মদ, চান্দলা ইউপি চেয়ারম্যান মোস্তবা আলী শাহীন, শশীদল ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন মাষ্টার, শিদলাই আমীর হোসেন জোবেদা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, দুলালপুর ইউপির সাবেক চেয়ারম্যান কাশেদুল ইসলাম বাবু ভূইয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল হক, উপজেলা কৃষক লীগের সভাপতি মজিবুর রহমান।
এছাড়াও উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার, যুবলীগ নেতা আলাউদ্দিন রিপন, মশিউল আলম সোহগ, বিআরডিবির চেয়ারম্যান মাসুদ আলী হায়দার, বিআরডিবির সাবেক চেয়ারম্যান শাহীন খান মেম্বার, রোট. কবির আহম্মেদ ভূইয়া, নাসির উদ্দিন বিএসসি, সহকারী শিক্ষক আবু হানিফ সরকার, গোলজার হোসেন মাষ্টার ও কাজী রফিকুল ইসলাম মস্টার সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আওয়ামীলীগ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন করায় ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজনকে উপজেলা পরিষদ ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পর্যাক্রমে ফুলের তুরা উপহার দিয়ে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।