কুমিল্লা-৬: বিএনপি প্রার্থীর প্রচারে থেকেও মনোনয়ন কিনলেন সাক্কু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৬ আসনে বিএনপির প্রার্থী ও চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরীর পক্ষে প্রকাশ্যে প্রচারে অংশ নিয়েছিলেন মনিরুল হক সাক্কু। তবে তিনি এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনে চমক সৃষ্টি করেছেন।
রোববার (২১ ডিসেম্বর) সকালে রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসানের কাছ থেকে তার পক্ষে স্বতন্ত্র পদের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাক্কুর পক্ষে আইনজীবী গোলাম মোস্তফা বলেন, ‘মনিরুল হক সাক্কু সব সময় জনগণের প্রত্যাশা পূরণে কাজ করেছেন, সেই লক্ষে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে এগিয়ে যাবেন।’
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে টানা দুইবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীকে পরাজিত করে আলোচনায় আসেন সাক্কু। তিনি কুমিল্লা পৌরসভার চেয়ারম্যান এবং দুই বার মেয়রের দায়িত্ব পালন করেছেন। তবে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে তিনি বিএনপি থেকে বহিষ্কৃত হন।
পরে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে আবার মেয়র নির্বাচনে অংশ নিয়ে সমালোচিত ও বহিষ্কৃত হন। বর্তমানে তিনি কুমিল্লা-৬ নির্বাচনি এলাকায় তারেক রহমানের ৩১ দফার প্রচারণা ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।
এ ছাড়া কুমিল্লা-৬ (সদর ও সদর দক্ষিণ) আসনে বিএনপি থেকে দলীয় মনোনয়ন পাওয়া মনিরুল হক চৌধুরীর প্রচারে সাক্কু ও তার সমর্থকদের অংশ নিতে দেখা গেছে।
