কুমিল্লায় মাদকসহ র্যাবের হাতে আটক ২
কুমিল্লার সদর দক্ষিণ এলাকা থেকে দুই মাদক পাচারকারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাদের কাছ থেকে ২৪ কেজি গাঁজা ও ৯৮ বোতল ফেনসিডিল ও বিদেশি মদসহ একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-১১ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ভোরে জেলার সদর দক্ষিণের কোটবাড়ি বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় কাভার্ডভ্যানে করে মাদকদ্রব্য পরিবহনকালে দুই মাদক পাচারকারীকে আটক করা হয়। আটক দু’জন হলেন চাঁদপুর জেলার সদর উপজেলার বাখরপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে মো. সেলিম ঢালী (৩৮) ও নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রামের মৃত নুরুন্নবীর ছেলে মো. সাইফুল ইসলাম বাবুল (৩৮)। এ সময় তাদের কাছে থেকে ২৪ কেজি গাঁজা, ৯৮ বোতল ফেনসিডিল ও দুই বোতল বিদেশি মদসহ একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।
আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করছেন তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা, ফেনসিডিল, বিদেশি মদ সরবরাহ করে আসছিলেন। কুমিল্লার সদর দক্ষিণ থানায় আটক দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।