বুড়িচংয়ে মাস্ক না পরায় ২৫ টি মামলা ৫ হাজর টাকা জরিমানা
বুধবার কুমিল্লার বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ সাবিনা ইয়াসমিন উপজেলার বাকশীমুল ইউনিয়নের আজ্ঞাপুর ও ছয়গ্রাম বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময করোনা ভাইরাস সংক্রমণের ভিতি জনসাধারণের প্রতিমান প্ররিলক্ষিত হয়নি। কুমিল্লা -বাগড়া সড়কের বাকশীমুল ইউনিয়ন এর ছয়গ্রাম বাজার, আজ্ঞাপুরে সিএনজি সহ বিভিন্ন যান বাহনের যাত্রী, চালকরা মাস্ক পরিধান না করায় মোট ২৫ জনকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ৫ হাজর ২শত টাকা জরিমানা আদায় করে।
অপর দিকে মঙ্গলবার উপজেলার রাজাপুর ইউনিয়নে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ সাবিনা ইয়াসমিনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় রাজাপুর হাইস্কুল মাঠে করোনা ভাইরাস সংক্রমণ রোগ উপেক্ষা করে ক্রিকেট টুনার্মেন্ট চালায়। ভ্রাম্যমাণ আদালত গনজমায়েত এবং করবোনা ভাইরাস মানুষের বা জনস্বাস্থ্যের জন্য হুমকি হওয়ার সম্ভাবনা দেখে ওই ক্রিকেট টুনার্মেন্ট বন্ধ করে দেন। এর পর একই ইউনিয়নের শংকুচাইল রাজারে ও অাশে পাশের এলাকায় সিএনজি চালক অন্যান্য যান বাহনের যাত্রী এবং জনসাধারণের মুখে মাস্ক ব্যবহার না করায় ১৫ জনকে ১৫টি মামলা দায়ের করে এবং ২হাজার ৯শত টাকা জরিমানা আদায় করে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিদা আক্তার, বুড়িচং থানা পুলিশ।