বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিক্ষোভ
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
রবিবার (০৬ ডিসেম্বর) সকাল ১১ টায় এ বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের সামনে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সভাপতি হানিফ ওয়াহিদ, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের সাধারণ সম্পাদক রাফিউল আলম দিপ্ত, কাজী নজরুল ইসলাম হলের সভাপতি ইমরান হোসেনসহ বিশ্ববিদ্যালয় বিভিন্ন পযার্য়ের নেতাকর্মীরা
বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে বিরোধিতাকারী, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী, জঙ্গিবাদ, সাম্প্রদায়িক অপশক্তির আস্ফালন ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য আমরা তীব্র নিন্দা জানাই। যারা এই কাজ করেছে তাদের সবাই কে দ্রুত আইনে আওতায় আনা হোক।