কুমিল্লায় জিলানী হত্যাকান্ডে জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কুমিল্লা নগরীর চৌয়ারায় যুবলীগনেতা জিল্লুর রহমান চৌধুরী ওরফে গোলাম জিলানী হত্যাকান্ডে জড়িত খুনিদের গ্রেফতারসহ বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।
আজ মঙ্গলবার দুপুরে নগরীর চৌয়ারা বাজার এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন পথপ্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নিহতের মা ফেরদৌস আরা বেগম, স্ত্রী জাহানারা বেগম, ভাই ইমরান হোসেন চৌধুরী, স্থানীয় আওয়ামী লীগ নেতা অহিদুর রহমান, জাকির হোসেন ও বাবু সহ আরো অনেকে। বক্তব্য রাখতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন নিহত গোলাম জিলানীর মা, ভাই ও স্ত্রী।
মানববন্ধনে গোলাম জিলানীর মা ফেরদৌস আরা বেগম বলেন, ছেলের জন্য আমার বুক হাহাকার করছে। কোনো কিছুতেই আমার বুকের জ্বালা বন্ধ হবে না। আমি খুনিদের ফাঁসি চাই। তাদের ফাঁসি হলেই আমার বুকের জ্বালা নিভবে।
মামলার বাদী ও নিহতের ছোট ভাই ইমরান হোসেন চৌধুরী বলেন, ইতিমধ্যে খুনিরা রাজনৈতিকভাবে নিজেদের বাঁচানোর চেষ্টা শুরু করে দিয়েছে। আমাদের বিচার চাওয়ার কোনো জায়গা নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মা। আমরা তার কাছেই আমার ভাই হত্যার বিচার চাই।
নিহতের স্ত্রী বলেন-খুনীদের ভয়ে আমরা আতংকগ্রস্থ হয়ে পড়েছি।খুনীরা এখনো গেফতার হয়নি বরং আমাদের পরিবার এখন নিরাপত্তাহীনতায়।
উল্লেখ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কেন্দীয় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনই গত১১ নভেম্বর চৌয়ারায় যুবলীগ কর্মী গোলাম জিলানীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। ঘটনার পরদিন তার ভাই ইমরান হোসেন চৌধুরী বাদী হয়ে সদর দক্ষিণ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।