সাংবাদিক হত্যার প্রতিবাদে বুড়িচং প্রেস ক্লাবের মানববন্ধন
নোয়াখালীর কোম্পানীগঞ্জে সংবাদ সংগ্রহকালে গুলিতে নিহত সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে বুড়িচং প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে কুমিল্লা মীরপুর সড়কের বুড়িচং উপজেলার বসুন্ধরা চত্বরে মানববন্ধন করে প্রেস ক্লাবের সদস্য এবং পেশাজীবির নেতৃবৃন্দ।
বুড়িচং প্রেস ক্লাবের আহবায়ক কবি কাজী খোরশেদ আলমের নেতৃত্বে এবং প্রেস ক্লাবের আহবায়ক কমিটির সদস্য মোঃ জহিরুল হক বাবুর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মোঃ ফরিদ উদ্দিন, বুড়িচং প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ মোসলেহ উদ্দিন, ব্রাহ্মনপাড়া প্রেস ক্লাবের সভাপতি এবং দৈনিক ব্রাহ্মনপাড়া-বুড়িচং সংবাদের সম্পাদক ও প্রকাশক সৈয়দ আহম্মদ লাভলু, দৈনিক নব চেতনার কুমিল্লা জেলা প্রতিনিধি মোঃ জয়নাল আবেদীন, বুড়িচং প্রেস ক্লাবের আহবায়ক কমিটির সদস্য কলামিষ্ট গাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, সিনিয়র সাংবাদিক মোঃ মোকবুল হোসেন, দৈনিক প্রতিদিনের সংবাদের কুমিল্লা জেলা প্রতিনিধি মারুফ হোসেন কল্প, বুড়িচং প্রেস ক্লাবের আহবায়ক কমিটির সদস্য গীতিকবি আক্কাস আল মাহমুদ হৃদয়।
এ সময় উপস্থিত ছিলেন বুড়িচং প্রেস ক্লাবের আহবায়ক কমিটির সদস্য মোঃ জাকির হোসেন, দৈনিক কুমিল্লা প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক মোঃ শরীফুল ইসলাম সুমন, বুড়িচং প্রেস ক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, আসাদন নগর আবদুল মতিন খসরু কলেজেল অধ্যক্ষ মোঃ জয়নাল আবেদীন, সাংবাদিক সাইফুল ইসলাম, মোঃ মারুফ হোসেন, মোঃ কামাল হোসেন, আবদুল্লাহ, জুনায়েদ মেহেদী আপন, পিয়ার আহমেদ, আহসান উল্লাহ প্রমুখ।
সাংবাদিক নেতৃবৃন্দ তাদের বক্তব্য সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।