কুমিল্লা ক্যান্টনমেন্ট সংলগ্ন হোন্ডা মার্কেট আগুনে পুড়ে ছাই (ভিডিও)
কুমিল্লা আদর্শ সদর উপজেলার নিশ্চিন্তপুরে হাজী মার্কেটে আগুন লেগে ২৮টি দোকান পুড়ে গেছে। গতকাল শনিবার (১৩ মার্চ) দিবাগত রাত ৩টায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস সূত্র জানায়, ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মার্কেটটি কুমিল্লা সেনানিবাস সংলগ্ন ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে। আগুনে মোটর সাইকেলের শোরুম, সার্ভিসিং সেন্টার ও মোটর পার্টসের দোকান, থাই ও এ্যালুমিনিয়ামের দোকানসহ ২৮টি দোকান পুড়ে গেছে। পুলিশ জানায়, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে । আগুনে প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে।