কুমিল্লায় তিন বিয়ে বাড়িতে অভিযান, জরিমানা
করোনার দুর্যোগকালীন সময়ে সরকারের স্বাস্থবিধি ভেঙে বিয়ের আয়োজন করায় কুমিল্লার চান্দিনায় ৩ বিয়ে বাড়িতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার দুপুরে চান্দিনা উপজেলার তিনটি বিয়ে অনুষ্ঠানে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভীষণ কান্তি দাশের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন ওসি শাসমউদ্দিন মোহাম্মদ ইলিয়াছ।
অভিযানে চান্দিনা থানা সংলগ্ন কুটুম্ববাড়ি কমিউনিটি সেন্টারের মালিককে ৫ হাজার, পৌর আধুনিক কমিউনিটি সেন্টারের ইজারাদারকে ৫ হাজার এবং পৌরসভার ছায়কোট এলাকার বৌভাত অনুষ্ঠানে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিভীষণ কান্তি দাশ জানান, করোনা ভাইরাস সংক্রামণ বৃদ্ধিতে সব ধরণের সামাজিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান সীমিত করার নির্দেশনা থাকলেও নির্দেশনা অমান্য করে ২টি কমিউনিটি সেন্টার বিয়ের অনুষ্ঠানের জন্য ভাড়া দেয়ায় তাদেরকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অপরদিকে ছায়কোট এলাকায় বিবাহোত্তর অনুষ্ঠানে সহস্রাধিক লোকের আয়োজন করায় বরের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরো জানান, ভয়াবহ করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হলো। এমন পরিস্থিতিতে অভিযান অব্যাহত থাকবে।