কুমিল্লায় ইয়াবা-গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
কুমিল্লার কোতয়ালী মডেল থানাধীন ছাত্রখিল ফাঁড়ী পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ চারজনকে আটক করা করেছে। বুধবার সকাল সাড়ে ১০ টায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার রসুলপুর বধ্যভূমির পাশ থেকে ৩ মাদক কারবারীদের আটক করা হয়।
আটক মাদক কারবারীরা হলো রসুলপুর গ্রামের সৈয়দ আলীর ছেলে মোঃ মিন্টু (৪৪), বুড়িচং উপজেলার আনন্দপুর গ্রামের মোসলেম মিয়ার ছেলে মোঃ বিল্লাল হোসেন(২৫) ও রসুলপুর বধ্যভূমির এলাকার সুমন মিয়ার স্ত্রী পারভীন আক্তার(২৬)।
অভিযানে নেতৃত্বদেন কোতয়ালী মডেল থানার ছত্রখিল পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম কিবরিয়া। ফাঁড়ির উপপরিদর্শক শরীফুর রহমান জানান, গোপন সংবাদে অভিযান পরিচালনা করি। এ সময় ১৪ কেজী গাঁজা ও ১০৪ পিস ইয়াবাসহ তিন নারী ও পুরুষকে গ্রেফতার করি।
এছাড়া পৃথক আরেকটি অভিযানে চারকেজী গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১২ টায় তাকে আটক করা হয়।
আটক যুবকের নাম রিয়াদুল ইসলাম হৃদয়। কুমিল্লায় আদর্শ সদর উপজেলার শিমড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার ছত্রখিল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শরিফুর রহমান জানান, গোপন সংবাদে অভিযান পরিচালনা করি। এ সময় ৪ কেজী গাঁজাসহ হৃদয়কে শিমড়া গ্রাম থেকে তাকে আটক করি।
এ বিষয়ে মাদক আইনে মামলা দায়ের শেষে বুধবার আদালতের মাধ্যমে আসামীদের কারাগারে প্রেরণ করা হয়েছে।