কুমিল্লায় খাবার হোটেলে বসে ইয়াবা বিক্রি !
কুমিল্লায় খাবার হোটেলে বসে ইয়াবা বিক্রিকালে এক হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রেফতার মো: খলিল মিয়া (৪২) কুমিল্লা আদর্শ সদর উপজেলার ধর্মপুর এলাকার বাসিন্দা। সে ১৩ টি মাদক মামলার আসামী আলমগীর হোসেনের প্রধান সহযোগী। শুক্রবার রাতে গ্রেফতার খলিলকে শনিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক পরিমল দাশ জানান, গোপন সংবাদে আদর্শ সদর উপজেলার সাতরা এলাকায় গাউছে পাক রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করি। এ সময় খাবার টেবিলে বসে ক্রেতার জন্য অপেক্ষামান মাদক কারবারী খলিল পুলিশ দেখেই অস্বাভাবিক আচরণ করে। পরে তার দেহ তল্লাশী করে ১ হাজার পিস ইয়াবা জব্দ করি।
পরে জিজ্ঞাসাবাদ করা হলে গ্রেফতার খলিল জানায়, সে ১৩ টি মাদক মামলার আসামী আলমগীর হোসেনের প্রধান সহযোগী। গ্রেফতার খলিলের বিরুদ্ধে রাতে মাদক আইনে কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়।
উপপরিদর্শক পরিমল দাশ আরো জানান, শনিবার সকালে গ্রেফতার খলিলকে আদালতে নিলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর তৃতীয় আদালতের বিচারক ফারহানা সুলতানা তাকে কারাগারে প্রেরণ করেন।