চান্দিনা আ.লীগে কোন গ্রুপিং থাকবে না – ডা. প্রাণ গোপাল

কুমিল্লা-৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. প্রাণ গোপাল বলেছেন, চান্দিনার রাজনীতিতে কোন গ্রুপিং থাকবে না। আমরা সবাই জননেত্রী শেখ হাসিনা ও নৌকা প্রতীকের লোক।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৪টায় সদ্য প্রয়াত সাংসদ সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ প্রতিষ্ঠিত চান্দিনা মহিলা ডিগ্রি কলেজে মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি প্রাণ গোপাল দত্ত বলেন, রাজনীতি একটা বড় পরিবার। ওই পরিবারের সকল সদস্যদের মধ্যে ভাতৃপ্রতীম মনোভাব থাকতে হবে। রাজনীতিতে গ্রুপিং করে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, সংঘাত করে রক্ত ঝড়াবে তা কোন ভাবেই মেনে নিব না। এ উপজেলায় কেউ আলী আশরাফ ভাইয়ের কর্মী না, কেউ আমার কর্মী না, সকলেই জননেত্রী শেখ হাসিনা ও নৌকা প্রতীকের কর্মী।

স্বাধীনতা পদক প্রাপ্ত খ্যাতনামা চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা প্রাণ গোপাল দত্ত আরও বলেন, আমি সদ্য প্রয়াত সাংসদ অধ্যাপক মো. আলী আশরাফ ভাইয়ের একমাত্র ছেলে মুনতাকিম আশরাফ টিটুকে সাথে নিয়ে তাঁর পিতার অসমাপ্ত কাজ সমাপ্ত করার মধ্য দিয়ে চান্দিনার উন্নয়নে কাজ করে যাবো। এসময় তিনি সকল নেতা-কর্মীকে গ্রুপিং না করার বিনীত অনুরোধ জানান।

সভায় এফবিসিসিআই সাবেক সিনিয়র সহ-সভাপতি মুনতাকিম আশরাফ টিটু বলেন, আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল। সেখানে প্রতিযোগিতা থাকবে। অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত চাচার সাথে আমাদের পারিবারিক সম্পর্ক। আমরা তাঁর নেতৃত্বে এক হয়ে কাজ করবো।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুনতাকিম আশরাফ টিটু’র সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এড. মহিউদ্দিন আহমেদ আলম, সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, মাইজখার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ্ সেলিম প্রধান, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ আহবায়ক জহিরুল ইসলাম মুন্সি, স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক আশেক এলাহী।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আলাউদ্দিন আল মমতাজ, অধ্যাপক শ্রীধর বণিক, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ খালেদ, চান্দিনা পৌর মেয়র মো. শওকত হোসেন ভূইয়া, আওয়ামীলীগ নেতা মুজিবুর রহমান, উপজেলা কৃষকলীগ আইন বিষয়ক সম্পাদক এড. শাহজালাল মিঞা শিপন, উপজেলা যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি, সাধারণ সম্পাদক, ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মী বৃন্দ।

এর আগে বর্ধিত সভাস্থলে অধ্যাপক প্রাণ গোপাল দত্ত পৌঁছলে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, কলেজের শিক্ষকবৃন্দ।

আরো পড়ুন