কাউন্সিলর সোহেল হত্যা: আরও দুই আসামি গ্রেফতার
কুমিল্লায় কাউন্সিলর সৈয়দ মো. সোহেল ও আওয়ামী লীগ কর্মী হরিপদ সাহা হত্যা মামলায় আরও দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আলোচিত এ জোড়া খুনের ঘটনায় মোট ১০ জন গ্রেফতার হয়েছেন।
গ্রেফতাররা হলেন- মামলার ২ নম্বর আসামি নবগ্রাম এলাকার শাহ আলমের ছেলে সোহেল ওরফে জেল সোহেল ও ১০ নম্বর আসামি একই এলাকার মৃত সামছুল হকের ছেলে সায়মন।
মঙ্গলবার বিকেলে কুমিল্লার এএসপি (সদর সার্কেল) সোহান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুমিল্লা আদর্শ সদর উপজেলার পালপাড়া ব্রিজ এলাকা থেকে জেল সোহেল ও বাংলাবাজার এলাকা থেকে সায়মনকে গ্রেফতার করা হয়।
গত ২২ নভেম্বর নগরীর পাথরিয়াপাড়া এলাকায় কাউন্সিলর কার্যালয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত কাউন্সিলর সৈয়দ মো. সোহেল ও আওয়ামী লীগ কর্মী হরিপদ সাহা। এছাড়া এ ঘটনায় গুলিবিদ্ধ আরও ৫ জন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জোড়া খুনের ঘটনায় গত ২৩ নভেম্বর কাউন্সিলর সোহেলের ছোট ভাই সৈয়দ মো. রুমন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।