কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপিত
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার(৭ই মার্চ) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মোড়ালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।এ সময় কুমেক হাসপাতালের পরিচালক ডাঃ মহিউদ্দিন বলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রামএবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের।’
৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অমর সৃষ্টি- বাঙালি জাতির চিরঞ্জীব অনুপ্রেরণার এক মহাকাব্য। যে মহাকাব্যটি বাঙালির হাজার বছরের সংগ্রামের ধারা ও স্বাধীনতার লালিত স্বপ্ন থেকে উৎসারিত হয়েছে। ইতিহাস পর্যালোচনা করে দেখা যায়, একমাত্র বঙ্গবন্ধুর পক্ষেই এমন মহাকাব্যিক ভাষণ উচ্চারণ সম্ভব ছিল। কেননা তিনিই ছিলেন বাঙালির অবিসংবাদিত নেতা। ইতিহাস আর কাউকে সেই অথরিটি প্রদান করে নাই।
তিনি আরও বলেন,বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠের ৭ মার্চের অমর বাণী স্বাধীন বাংলাদেশে বাঙালির নানা সংকটে, সংগ্রামে জাতিকে বার বার পথ দেখিয়েছে। সাহস জুগিয়েছে নবতর স্বপ্নে বুক বেঁধে পথ চলার। বঙ্গবন্ধুর অবিনাশী বাণী দূর করে দেয় সকল বিভ্রান্তি আর আপসের ষড়যন্ত্র। তাই এই ভাষণ বিশ্বের সর্বাধিকবার প্রচারিত ও শ্রবণকৃত অলিখিত ভাষণ। সহস্র যুগেও বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠের এই ভাষণের আবেদন ও প্রয়োজনীয়তা কখনো ফুরাবে না।এ সময় অত্র হাসপাতালের বিভিন্ন বিভাগের প্রধানচিকিৎসক,কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।