ম্যাচ চলাকালীন সময় প্রকাশ্যে ধূমপান সুজনের
চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে গ্রুপ পর্বের শেষ ম্যাচে গতকাল রাতে ফরচুন বরিশালের মোকাবিলায় ব্যাট করছিল খুলনা টাইগার্স। এ সময় ড্রেসিংরুমের একটি দৃশ্য হঠাৎ ধরা পড়ে ক্যামেরায়। যেখানে দেখা যায় প্রকাশ্যে ধূমপান করছেন খুলনার প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন।
গতকাল শুক্রবার ১০ ফেব্রুয়ারি মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বরিশালের দেয়া ১৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে খুলনা। জয়ের জন্য যখন তাদের শেষ ৪ বলে প্রয়োজন মাত্র ৪ রানের প্রয়োজন, তখনই সরাসরি ম্যাচ সম্প্রচারকারী ক্যামেরার চোখে ধরা পড়ে ড্রেসিংরুমের একটি দৃশ্য।
যেখানে দেখা যায় খুলনার প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন ম্যাচের দিকে নজর দেয়ার পাশাপাশি ধূমপান করে যাচ্ছেন। বিপিএলে এমন ঘটনা অবশ্য নতুন কিছু নয়। গত আসরে মাঠের মধ্যেই প্রকাশ্যে ধূমপান করেছিলেন আফগানিস্তানের ব্যাটার মোহাম্মদ শেহজাদ।
এমন আচরণ, ক্রিকেটের কোড অব কন্ডাক্টের বাইরে থাকায় তাকে সেবার শাস্তিও পেতে হয়েছিল। এর আগে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিদ্যুত বিভ্রাটের সাক্ষী হয় সমর্থকরা। পুরো স্টেডিয়াম অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়লে খেলা বন্ধ থাকে প্রায় ১০ মিনিটের মতো।