গুলশানে অগুন: জীবন বাঁচাতে ১১ তলা থেকে লাফ

গতকাল রাতে রাজধানীর গুলশান-২ নম্বরের বহুতল ভবনে আগুন থেকে বাঁচতে সুইমিং পুলে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়েছেন এক নারী। সামা রহমান সিনহা (৩৮) নামের ওই নারীকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

জানা যায়, সামা রহমান সিনহা ক্রিকেট বোর্ডের পরিচালক ফাইম সিনহার স্ত্রী। তারা ওই ভবনের ১১ তলার বাসিন্দা। গতকাল রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে তিনি বলেন, আমরা কাউকে আশঙ্কামুক্ত বলতে পারি না। এই রোগীর ইনহেলেশন বার্ন হয়েছে। এ ছাড়া ওপর থেকে পড়ে যাওয়ায় তার শরীরের পোড়া ছাড়াও বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের জখম রয়েছে। আমরা তাকে আইসিইউতে রেখেছি। তিনি বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

আরো পড়ুন