আল্লাহ আপনি জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন : অনন্ত জলিল
ঢাকায় সিনেমার আলোচিত-সমালোচিত নায়ক অনন্ত জলিল। দানশীল হিসেবে বেশ খ্যাতি রয়েছে গার্মেন্টস ব্যবসায়ী ও ঢাকাই সিনেমার এই নায়কের।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে অনন্ত জলিল লিখেছেন, ‘আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারকাতুহ। শুক্রবার হলো সপ্তাহের শ্রেষ্ঠ একটি দিন। শুক্রবার মানে গুণাহ মাফের আর একটা সুযোগ।’
তিনি আরও লেখেন, ‘ইয়া আল্লাহ আপনি দয়া করে আমাদের দুনিয়ায় ও আখেরাতে সব কল্যাণ দান করুন এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। জুম্মা মোবারক।’
প্রসঙ্গত, দেশীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে টেকনিক্যাল দিক থেকে শুরু করে অনেক কিছু দেখিয়েছেন অনন্ত জলিল। বিদেশের সিনেমার মতো অ্যাকশন তার সিনেমার মাধ্যমেই দর্শক প্রথমবার দেখার সুযোগ পেয়েছেন। তার মুক্তিপ্রাপ্ত সবশেষ সিনেমা ‘দিন দ্য ডে’। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘নেত্রী দ্য লিডার’ সিনেমাটি। এ ছাড়াও আসছে ঈদে মো. ইকবালের পরিচালনায় ‘কিল হিম’ সিনেমায় চমক নিয়ে হাজির হবেন অনন্ত জলিল।