বঙ্গবাজারে ক্ষতিগ্রস্থদের ইফতারের জন্য ২০ হাজার টাকা অনুদান সাকিবের
রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে নিঃস্ব হয়ে পড়েছেন হাজার হাজার ব্যবসায়ী। তাদের এমন খারাপ সময়ে এগিয়ে এসেছে সাকিব আল হাসান ফাউন্ডেশন। এই সংগঠনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের আগামীকালের ইফতারের জন্য ২০ হাজার টাকা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে সাকিব নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম, সবাইকে রমজানুল মোবারক! আমি নিশ্চিত এখন পর্যন্ত আপনারা সবাই বঙ্গবাজার মার্কেটের মর্মান্তিক ঘটনার কথা শুনেছেন, এই অগ্নিকাণ্ডে সবাই তাদের ব্যবসা ও আয়ের মাধ্যম হারিয়েছে। রমজান মাসে এটি এখন খুব কঠিন সময় হয়ে দাঁড়িয়েছে।
তাই আমি, আমার SAH FOUNDATION-এর মাধ্যমে আগামীকালের ক্ষতিগ্রস্থদের ইফতারের জন্য ২০,০০০ টাকা অনুদান প্রদান করব। এই ইফতারের আয়োজনটি সমন্বয় করবে মাস্তুল ফাউন্ডেশন।
এরপর সাকিব আরও লিখেছেন, পরবর্তী ইফতারের জন্য আমি তাসকিন আহমেদকে ২০ হাজার টাকা প্রদান করার জন্য মনোনয়ন করতে চাই। এই মর্মান্তিক ভয়ানক পরিস্থিতিতে আমরা আমাদের ক্ষতিগ্রস্থ সকল ভাই ও বোনদের সাহায্য করার জন্য নিজ উদ্যোগে এগিয়ে আসতে পারি। আসুন এখন একে অপরের পাশে দাঁড়াই। এই রমজান মাসে মহান আল্লাহ তায়ালা তাঁর রহমত ও বরকতে আমাদের এই ক্ষতি পূরণ করার তৌফিক দান করুন।
আগুনে বঙ্গবাজারসহ আশপাশের ৬টি মার্কেটের ৫ হাজার ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহযোগিতা করবেন বলে জানান তিনি।